রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন থিয়েটার চালু প্রথম সিজার সম্পন্ন

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গভবর্তী মহিলাদের প্রসবের সময় হলে স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করানো হতো। গর্ভবতী মহিলাদের মধ্যে যাদেরকে স্বাভাবিক ভাবে সন্তান প্রসব করানো সম্ভব নয়। তাদেরকে নিয়ে যেতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বেসরকারী হাসপাতালে। সিজার করে সন্তান প্রসব করাতে খরচ করতে হতো বিপুল পরিমান টাকা।

এতে দরিদ্র পরিবারের মধ্যে যাদের নুন আনতে পান্তা ফুরায় ঐসব পরিবার ধার করে আত্বিয় স্বজনদের কাছ থেকে সাহায্য নিয়ে হাসপাতালের সিজারের টাকা পরিশোধ করতে। দরিদ্র পরিবারের দুর্ভোগ লাঘবে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি গর্ভবতী মহিলাদের সন্তান প্রসবকালে যেসব মহিলাদের সিজার করতে হবে।তাদের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে অত্যাধুনিক সিজার মেশিন আনা হয়।

২৬ মার্চ মঙ্গলবার রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান ফকির মোহাম্মদ চৌধুরীর বাড়ীর বাসিন্দ্বা জিয়াউদ্দিনের স্ত্রী শাবরিন আকতারের সিজার অপারেশন করে নবজাতক পুত্র সন্তানের প্রসব করানো হয় সম্পুর্ণ বিনা ফি”তে।

২৬ মার্চ মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবর্তী মহিলাদের সিজার অপারেশন থিয়োটারের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন ধরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী।

অপারেশন থিয়েটার উদ্বোধনের পর হসপাতালে প্রথম বারের মতো সিজার করে সন্তান প্রসব কারী মহিলাওতার স্বামী নবজাতক সন্তানকে দেখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।নবজাতক সন্তানের পিতা মাতার হাতে মিষ্টি তুলে দেয়।

রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পুর্ণ বিনা টাকায় গর্ভবতী মহিলাদের সিজার করার মাধ্যমে সন্তান প্রসব কার্যক্রম চলবে।