রাউজানে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে রাউজান উপজেলঅ মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলঅ কৃসক লীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, রাউজান সরকারী কলেজ, রাউজান আর আর এ সি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় রাউজান সালামত উল্ল্রাহ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষানের শিক্ষক শিক্ষার্থীরা।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মহান বিজয় দিবস উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্বা সংর্বধনা, ক্রীড় প্রতিযোগিত ও সাংস্কৃতিক অনুষ্টান কুচক্ওায়াজ এর আয়োজন করেন রাউজান সরকারী কলেজ মাঠে।

রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিকস্ন চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত মুক্তিযোদ্বা সংর্বধনা, ক্রীড় প্রতিযোগিত ও সাংস্কৃতিক অনুষ্টান কুচক্ওায়াজ অনুষ্টানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহেদ হোসেন, উপজেলঅ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান সরকারী কলেজের অধক্ষ্য নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ ।

রাউজান উপজেলা আওয়ামী লীগ
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসম্বর শনিবার রাউজান উপজেলা মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ্ব।

পুস্পস্তবক অর্পন শেষে মুক্তিযুদ্ব স্মৃতি সৌধে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধক্ষ্য কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর আইনজীবি সমীর দাশগুপ্ত, জানে আলম জনি, আলমগীর আলী, সাহাবুদ্দিন চৌধুরী সাবু, আহসান হাবিব চৌধুরী, তসলিম উদ্দিন, তপন দে, দিপলু দে, ইমরাস হোসেন ইমু ছাত্রলীগ নেতা মনির তালুকদার, সাখাওয়াত হোসে পিবলু, অনুপ চক্রবর্তী, আশিফ, প্রমুথ।