শিক্ষার মান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো রাউজানবাসীর সহায়তা চাই- ফজলে করিম চৌধুরী এমপি

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজানে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো রাউজানবাসীর সহায়তা চাই । আমি বর্তমান সরকারের শাসন আমলে রাউজানের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন কালে রাউজান কলেজকে সরকারী কলেজ করেছি। রাউজান সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে সক্ষম হয়েছি। রাউজান সরকারী কলেজের দৃষ্টি নন্দন ভবন নির্মান করেছি। রাউজানের পশ্চিমগহিরা ইউনুছ সুফিয়া উচ্চ বিদ্যালয়,গহিরা এজে ওয়াই বহুমুখি উচ্চ বিদ্যালয়, গহিরা কলেজ, গহিরা কামিল মার্দ্রাসা, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তায় কারগরি কলেজ, করিগরী প্রশিক্ষন কেন্দ্র, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসা, রাউজান ছালামত উল্ল্রাহ উচ্চ বিদ্যালয়, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, হজরত এয়াসিন শাহ কলেজ ও এয়াসিন শাহ উচ্চ বিদ্যালয়, হজরত আবদুল গফুর শাহ ফাজিল মার্দ্রাসা, রাউজান সুরেশ বিদ্যায়তন, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর মহিউল উলুম মার্দ্রাসা, আয্যমৈত্রেয় ইনষ্টিটিশন, বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ, শ্যমাচরন উচ্চ বিদ্যলয়, কদলপুর স্কুল এন্ড কলেজ, কদলপুর হামিদিয়া মার্দ্রাসা, উনসত্তর পাড়া উচ্চ বিদ্যালয়, মহামুনি এংগ্লো পালি উচ্চ বিদ্যালয়, ইমাম গাজ্জালী কলেজ, দেওয়ানপুর এস কে সেন স্কুল এন্ড কলেজ, গুজরা উচ্চ বিদ্যালয়, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়, চিকদাইর শাহাদাত ফজল উচ্চ বিদ্যালয়, নোয়াজিশপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, নোয়াজিশপুর অদুদিয়া মার্দ্রাসা, নোয়াপাড়া কলেজ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়, কচুখাইন মিয়া আলী উচ্চ বিদ্যালয়, এয়াসিন নগর জুবলী উচ্চ বিদ্যালয়, গশ্চি উচ্চ বিদ্যালয় উরকিরচর উচ্চ বিদ্যালয়, উরকিরচর হারপাড়া উচ্চ বিদ্যালয়, উরকিরচর মোহাম্মদিয়া মার্দ্রাসা, পশ্চিম গুজরা আশালতা কলেজ, ভবন রাউজান মহিলা মার্দ্রাসা ভবন, সহ রাউজানের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মান করেছি।

রাউজানের ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলতে সর্বাত্বক চেষ্টা করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নসহ রাউজানের ব্যাপক উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। আগামী সংসদ নির্বাচনে রাউজানের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন সহ রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে রাউজান বাসীরা সর্মর্থন ও দোয়া চাই। গতকাল রাউজানে শিক্ষা প্রতিষ্টানে অভিবাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি একথা বলেন।

রাউজানের গহিরা কলেজ, রাউজান সরকারী কলেজ, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসা, রাউজান সুরেশ বিদ্যায়তনে অভিবাবক সমাবেশ অনুষ্টিত হয়। অভিভাবক সমাবেশে রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা শিক্ষা অফিসার নাদির আলম, গহিরা কলেজ পরিচালনা কমিটির সদস্য দিপক সরকার, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, গহিরা কলেজের অধ্যক্ষ ড. এটি এম শাহ আলম, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক আহম্মদওসমানী সহ শিক্ষক অভিবাবক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ।