যথাযোগ্য মর্যদায় রাউজানে মহান আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

শফিউল আলম, রাউজানবার্তাঃ
যথাযোগ্য মর্যদায় রাউজানে মহান আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১ ফেব্রুয়ারী বুধবার একুশের প্রথম প্রহরে, রাউজান উপজেলা কেন্দ্রয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করেন, রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ রাউজান, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান উপজেলা ছাত্রলীগ, রাউজান পৌরসভা ছাত্রলীগ, রাউজান উপজেলা স্বেচ্চাসেবক লীগ, রাউজান উপজেলা কৃষক লীগ, রাউজান পৌরসভা কৃষক লীগ, রাউজান প্রেস ক্লাব, রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, রাউজান সুলতানপুর উচ্চ বিদ্যালয়, রাউজান উপজেলা স্কাউটস, রাউজান রোজ গার্ডেন ক্লাব, ডাবুযা ইউনিয়ন আওয়ামী লীগ, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান সুরেশ বিদ্যায়তন, রাউজান সরকারী কলেজ, আাজিজুর রহমান ফাউন্ডেশন, রাউজান শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক,ক্রীড়া সংগঠন।

আন্তাজতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলঅ প্রশাসনের উদ্যোগে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজি মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মাধ্যশিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার মাসুম কবির,শিক্ষক মোসতাক আহম্মদ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্টানে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন ।

অপর দিকে আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগৈর উদ্যোগে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, স্বপন দাশগুপ্ত, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, রাউজান উপজেলঅ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ্ব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি ইউনিয়নে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাউজান প্রেস ক্লাবের নেতৃবন্দরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চলনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, যুগ্ন সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ প্রমুখ ।