রাউজানে সড়ক দূর্ঘটনা আহত ৬

শফিউল আলম,রাউজানবার্তাঃ
রাউজানে গাছের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রীসহ ৬জন আহত হয়েছেন।

১৯মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাউজান পৌরসভার মুন্সিরঘাটা সংলগ্ন পাকখাইন্যা পুকুর পাড় এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

আহত ৬জনের মধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ইমন রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের মো. জসিমের ছেলে। আহত যাত্রীরা হলেন, জালাল, কমল, সুমন হোসেন, আবদুল হামিদ, হান্নান। তারা নঁওগা জেলার বিভিন্ন উপজেলা বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী জয় রায় বলেন, একজন নারী পথচারী দিক-বেদিক না দেকে সড়ক পার হতে দৌঁড় দেয়। এসময় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা চালক ওই নারী পথচারীকে বাঁচাতে গিয়ে আমার দোকানের সামনে গাছের সাথে তার সিএনজি চালিত অটোকিশাটি ধাক্কা দেয়। এসময় চালকসহ ৬জন গুরুতর আহত হয়।

তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, রাউজানে গাছের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ ৬জন আহত হয়েছেন। দুইজন প্রথমিক চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরলেও ৪জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় চালক ইমনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন তিনি।