রাউজান পৌরসভার ১ হাজার পরিবারে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

শফিউল আলম, রাউজানবার্তাঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজান পৌরসভার এক হাজার পরিবারে সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভা চত্বরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিনে পৌর সভার এক হাজার পরিবার ৬৫০ টাকায় ১ কেজি মাংস, ১০০ টাকায় ১২টি ডিম ও ৭৫ টাকায় ১ কেজি গরুর দুধ ক্রয় করেন।