শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে রাউজান একটি সমৃদ্ধ উপজেলা -সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি

শফিউল আলম, রাউজানবার্তাঃ
রাউজান উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার দুপুর ১২ ঘটিকায় রাউজান শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।

বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ূন কবির, রাউজান থানার ওসি জাহিদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,বি এম জসিম উদ্দিন হিরু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুমন ধর, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ জয়িতা বসু।

প্রধান অতিথি রাউজান উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে রাউজান একটি সমৃদ্ধ উপজেলা। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনাগুলো খুবই উপভোগ্য ছিল। রাউজানে সংস্কৃতির বিকাশে সহযোগিতার আশ্বাস দেন।