শফিউল আলম, রাউজানবার্তা :
ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৮৭তম প্রয়াণ দিবসে আলোচনা সভা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজান প্রেস ক্লাব।
১২ জানুয়ারী মঙ্গলবার১১টায় তাঁর জন্মস্থান রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটায় স্থাপিত মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়েরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম,
বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সদস্য হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আরাফাত হোসেন, শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।